কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মৈমনসিংহ গীতিকা অবলম্বনে ‘কাজলরেখা’, পায়নি বৃহত্তর ময়মনসিংহের কোনো হল

প্রথম আলো প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৪, ২৩:০৪

রাত পোহালেই ঈদ। আর এবারের ঈদে মুক্তি পাচ্ছে ১১টি সিনেমা। মুক্তির তালিকায় আছে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’। লোকসংস্কৃতির ঐতিহ্যের হিরণ্ময় স্মারক ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে।


বৃহত্তর ময়মনসিংহ জেলা, বিশেষ করে গারো পাহাড়ের পাদদেশ থেকে প্রবাহিত হাওরাঞ্চলের জীবনের ১০টি পালা দিয়ে সাজানো হয়েছে এ গীতিকা। এর ‘কাজলরেখা’ গীতিকাব্য অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এই গীতিকার সঙ্গে জড়িয়ে আছে ময়মনসিংহ অঞ্চলের ইতিহাস–ঐতিহ্য। সিনেমাটির দৃশ্যধারণের জন্যও নির্মাতা বেছে নিয়েছিলেন নেত্রকোনার দুর্গাপুর। কিন্তু ঈদে মুক্তির জন্য সিনেমাটি শুধু ময়মনসিংহ শহরে নয়, পায়নি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কোনো সিনেমা হল। এই অঞ্চলে ১০টির মতো সিনেমা হল এখনো টিকে আছে। ময়মনসিংহ শহরে রয়েছে ২টি সিনেমা হল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও