You have reached your daily news limit

Please log in to continue


ধানমন্ডির এই মাঠে ৪০০ বছর ধরে মুসল্লিরা ঈদের নামাজ পড়ছেন

ঢাকা মূলত মোগলদের গড়া রাজধানী। পরিবেশ তৈরিতে মোগলদের জুড়ি মেলা ভার। স্থাপনার সঙ্গে ভূমিরূপ ও গাছপালার সন্নিবেশন কেমন হতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছে তারা। ‘চারবাগ’–এর ধারণা, নহরপ্রবাহ, অক্ষ—এসবই মনে করিয়ে দেয় মোগল স্থাপত্যের সমৃদ্ধ ইতিহাস।

ঢাকা শহরে মোগলবাগানের পুঙ্খানুপুঙ্খ কোনো উদাহরণ আদৌ আছে কি না, আমার জানা নেই, তবে অসমাপ্ত আওরঙ্গবাদ দুর্গ (লালবাগ দুর্গ, ১৬৬৮ খ্রি.) যে চারবাগের আদলে গড়ে উঠেছিল, তার সাক্ষ্যপ্রমাণ আছে। যুক্তির মাধ্যমে তার অস্তিত্ব হয়তো মানা যাবে। বাংলাদেশে মোগল স্থাপত্যের সঙ্গে বাগান বা চারবাগ তৈরির আর কোনো দৃষ্টান্ত নেই বললেই চলে। বাগান, স্থাপনা ও সাধারণের সমাগমস্থল সৃষ্টির মাধ্যমে স্থাপত্য পরিসরে অবদান রেখে গেছে মোগলরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন