ব্যাংকে টাকা তোলার হিড়িক
ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের লম্বা ছুটিকে কেন্দ্র করে বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে নগদ উত্তোলনের হিড়িক পড়েছে। গতকাল সোমবার টাকা তোলার জন্য প্রতিটি শাখা ও এটিএম বুথ এবং এজেন্ট পয়েন্টে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করতে দেখা গেছে গ্রাহকদের। টাকা তোলার বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও আজ মঙ্গলবার ব্যাংকের সব শাখা খোলা থাকবে। কিন্তু ঈদের ছুটিতে ঢাকা ছাড়ার তাড়ার কারণে অনেকে বিলম্ব করতে নারাজ। তাঁরা ভিড় করে হলেও টাকা তোলার জন্য ব্যাংকের শাখা ও বুথগুলোতে জটলা পাকাচ্ছেন।
আজ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদ্যাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে ঈদ উদ্যাপিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)। আবার ১৪ এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।