কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঈদের আগেও অনাহারে গাজা

বিডি নিউজ ২৪ গাজা প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৪, ১৭:৫৯

ইসরায়েলের ছয় মাস ধরে চলা বিমান ও স্থল হামলায় ফিলিস্তিনি ছিটমহল গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অবরুদ্ধ ভূখণ্ডটির বাসিন্দারা দুর্ভিক্ষের কিনারে দাঁড়িয়ে আছে। মুসলিমদের সংযমের মাস রমজান শেষে উৎসবের দিন ঈদেও গাজার বহু ফিলিস্তিনি অনাহারে থাকবে।


রমজান মাসের শেষ দিকে এসে গাজায় ত্রাণ সরবরাহ কিছুটা বাড়তে শুরু করলেও এখনও তা পর্যাপ্ত নয় বলে স্থানীয় বাসিন্দাদের বরাতে জানিয়েছে রয়টার্স।  


ঘনবসতিপূর্ণ ক্ষুদে ফিলিস্তিনি ভূখণ্ডটির বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা জানিয়েছেন, সরবরাহ আগের চেয়ে বাড়লেও এখনও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।


বুধবার গাজায় ঈদ উল-ফিতর উৎসব পালিত হওয়ার কথা। কিন্তু ছিটমহলটির ফিলিস্তিনিদের মধ্যে উৎসবের কোনো আমেজ নেই, তারা অন্য দেশগুলোর পাঠানো ত্রাণের জন্য অপেক্ষা করছে। পরিচয় পত্র হাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জাতিসংঘের বিতরণ কেন্দ্রগুলো থেকে দেওয়া ত্রাণ বাক্স গ্রহণ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও