![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2024-04%2F99f1275c-aeba-4eb9-a920-7b7ac275d1c0%2Fglobal_heat_090424_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=700)
ইতিহাসের উষ্ণতম মার্চ দেখল বিশ্ব
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৪, ১৪:৫৫
রেকর্ড রাখা শুরুর পর থেকে উষ্ণতম মার্চ মাসের অভিজ্ঞতা হল বিশ্বের। এ নিয়ে গত টানা ১০ মাস ধরে প্রতিটি মাসেই তাপমাত্রার নতুন রেকর্ড হল।মঙ্গলবার এমনটিই জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ পরিষেবা।
ইইউয়ের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিথ্রিএস) এক মাসিক বুলেটিনে জানিয়েছে, আগের বছরগুলোর সংশ্লিষ্ট মাসের তুলনায় গত ১০ মাসের প্রত্যেকটি বিশ্বের উষ্ণতম মাসের রেকর্ড গড়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিশ্বে
- ইতিহাস
- উষ্ণতা