কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গান তৈরির বিরুদ্ধে শিল্পীরা

প্রথম আলো প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৪, ১৪:৪৫

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবি, গান ও ভিডিও তৈরির প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। আর তাই সংগীত দুনিয়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন শিল্পীরা। এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গান তৈরি বন্ধের আহ্বান জানিয়েছেন প্রায় ২০০ শিল্পী। তাঁদের মধ্যে বিলি আইলিশ, জায়ান মালিক ও নিকি মিনাজের মতো শিল্পীরাও আছেন। মার্কিন গায়িকা কেটি পেরিও একটি খোলা চিঠি প্রকাশ করেছেন, যেখানে গান তৈরিতে এআই প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।


আর্টিস্টস রাইটস অ্যালায়েন্স ব্লগ সাইট মিডিয়ামে একটি চিঠি পোস্ট করেছে। সেই চিঠিতে শিল্পীরা জানিয়েছেন, ‘এআই আমাদের অধিকার লঙ্ঘন করবে। দায়িত্বহীনভাবে ব্যবহার করা হলে শিল্পীদের অধিকারকে অবমূল্যায়ন করবে এআই। শিল্পীদের বিভিন্ন কাজ এআই মডেল ও সিস্টেমকে প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে। এ ধরনের কাজ মানুষের সৃজনশীলতার ওপর আক্রমণ। শিল্পীদের অধিকার লঙ্ঘনের পাশাপাশি সংগীতশিল্পকে ধ্বংস করতে ব্যবহার করা হচ্ছে এআই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও