মার্কিন মুলুকে শান্তদের অপেক্ষায় বাংলাদেশি প্রবাসীরা
ক্ষণগণনা শুরু হয়ে গেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের। টুর্নামেন্ট সামনে রেখে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উন্মাদনার আঁচ টের পাওয়া যাচ্ছে দেশ থেকেই। টিকিট আরও আগেই সোনার হরিণে রূপ নিয়েছে। প্রবাসীদের এখন অপেক্ষা, বাংলাদেশ দল কবে আসবে মার্কিন মুলুকে বিশ্বকাপের ম্যাচ খেলতে।
প্রথমবারের মতো সহ-আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে আইসিসির কোনো ইভেন্ট, সেখানকার মাঠ-কন্ডিশন-উইকেট নিয়ে কৌতূহল আছে দলগুলোরও। কোনো দলেরই যুক্তরাষ্ট্রের কন্ডিশনে খুব একটা খেলার অভিজ্ঞতা নেই। সাধারণত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড উপমহাদেশের প্রবাসী দর্শকের কথা চিন্তা করে ফ্লোরিডায় কিছু টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে এত দিন। ২০১৮ সালের আগস্টে ফ্লোরিডায় বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সেই টি-টোয়েন্টি সিরিজটার কথা মনে আছে? ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে ফ্লোরিডায় এসে সিরিজের বাকি দুটি ম্যাচই জিতেছিলেন সাকিবরা। লডারহিলে ওই দুই ম্যাচে এত প্রবাসী বাংলাদেশি দর্শক ছিল, মনে হয়েছিল সিরিজের আয়োজক উইন্ডিজ নয়, বাংলাদেশ!