উৎসবকেন্দ্রিক পর্যটন কতটা স্বস্তির?
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ২০২৪ সালে ঈদের লম্বা ছুটি পড়ায় পরিবার পরিজন নিয়ে বিভিন্ন পর্যটন আকর্ষণগুলোয় ঘুরতে যাওয়ার জন্য পরিকল্পনা করে ফেলেছেন। মূলত আমরা সবাই কম বেশি ঘুরতে পছন্দ করি। আবার অনেকে স্বল্প সময়ে দুই/এক দিনের ভ্রমণ পরিকল্পনায় ঢাকার আশেপাশে রিসোর্ট ও অন্যান্য পর্যটন আকর্ষণগুলো প্রাধান্য পায়।
ঈদের সময় বাঙালিরা সাধারণত পরিবার-পরিজন নিয়ে বিনোদন ও অবকাশ যাপনের জন্য সবচেয়ে আকর্ষণীয় সময়। ঈদের ছুটিতে মানুষ নাড়ির টানে ছুটে চলে বাড়ি তাই গ্রাম হয়ে ওঠে প্রাণচঞ্চল আর শহর থাকে প্রায় জনশূন্য। অনেকে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের নিয়ে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের জন্য জন্য শহরের কৃত্রিম ব্যস্ততা ঘেরা পরিবেশ ছেড়ে মানুষ মাটির টানে ছুটে চলে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। ভ্রমণ মানুষের ক্লান্তি দূর করে, মানসিক প্রশান্তি বাড়ায়, সেই সাথে কাজের গতি বাড়াতে সহায়তা করে; যা সৃজনশীল ও উদ্ভাবনী সমাজ বিনির্মাণে সহায়ক।