ভারতে এত দফায় ভোট কেন

প্রথম আলো প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৪, ১০:০০

ভারতের লোকসভা ভোট কেন এত দিন ধরে এতগুলো দফায় হয়, সেই হেঁয়ালির রহস্য এবারও উন্মোচিত হলো না। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার যে ব্যাখ্যাই দিন না, নিরপেক্ষ দৃষ্টি ও বিশ্লেষণে তা যথেষ্ট যুক্তিগ্রাহ্য মনে করার কোনো কারণ নেই। ভোটের তফসিল ঘোষিত হওয়ার দিন থেকে ভোট গণনার দিন পর্যন্ত কেন্দ্র ও রাজ্যের সরকার প্রায় স্থবির হয়ে থাকে। এই অচলাবস্থা কী করে কমানো যায়, সেদিকে নজর না দিয়ে নির্বাচন কমিশন দফার সংখ্যা বাড়িয়েই চলেছে এবং সেটা তারা করছে এমনভাবে, যা ব্যাখ্যাহীন তো বটেই, হাস্যকরও।


এবারের ভোট শুরু হতে চলেছে ১৯ এপ্রিল থেকে। শেষ হবে আগামী ১ জুন। ভোট হবে মোট ৭ দফায়। এই ৭ দফাজুড়েই ভোট হবে ৩টি রাজ্যে। উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ। কমিশনের যুক্তি, তিনটিই বড় রাজ্য। ভোট যাতে নির্বিঘ্নে, নিরুপদ্রবে, অবাধ ও সুষ্ঠুভাবে হতে পারে, সে জন্যই এই বন্দোবস্ত। এই যুক্তি অকাট্য মেনে নিলে প্রশ্ন ওঠে, মহারাষ্ট্রও তো বড় রাজ্য। ৪৮টি আসন সেখানে। সেখানে প্রতিদ্বন্দ্বিতাও ক্ষুরধার। তাহলে সেখানে কেন পাঁচ দফায় ভোট? কর্ণাটক ও রাজস্থানও কম বড় রাজ্য নয়। সেখানে ভোট কেন দুই দফায়? ওডিশা, মধ্য প্রদেশ ও ঝাড়খন্ডে তিন দফায়? এর চেয়েও বড় কথা, তামিলনাড়ু, পাঞ্জাব, তেলিঙ্গানা, গুজরাট, কেরালার মতো রাজ্যে ভোট করানো হচ্ছে এক দিনে, এক দফায়! এবার এক দিনে ভোট হবে ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। সেই সব অঞ্চলের মানুষ ভাগ্যবান, কেননা এই প্রবল দাবদাহে তাঁদের ভাজা ভাজা হতে হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও