You have reached your daily news limit

Please log in to continue


সময় এখন কৃতি শ্যাননের

ফেব্রুয়ারি মাসে মুক্তি পায় কৃতি শ্যাননের বছরের প্রথম সিনেমা ‘তেরি বাতোঁ মে অ্যায়সি উলঝা জিয়া’। এই সিনেমায় কৃতি প্রথম কোনো ভারতীয় অভিনেত্রী, যিনি এআই নারীর চরিত্রে অভিনয় করেন। গত ৯ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস সপ্তাহে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে নেয় ৭ কোটি রুপি। শহীদ কাপুরের বিপরীতে তার অভিনয় দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়। এরপর ২৯ মার্চ মুক্তি পায় পরিচালক রাজেশ কৃষ্ণানের ‘ক্রু’। মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে সিনেমাটি। ২৯ মার্চ মুক্তি পাওয়া সিনেমাটি এক দিনেই বিশ্বব্যাপী আয় করে ২০ কোটি রুপির বেশি। সপ্তাহ শেষে সিনেমাটির আয় গিয়ে দাঁড়িয়েছে ৮৩ কোটি রুপি।

দুই সিনেমার এমন সফলতার পর ভারতীয় গণমাধ্যম বলিউড লাইফ কৃতিকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করে। যেখানে উল্লেখ করা হয়, বছরের সেরা সময় কাটাচ্ছেন কৃতি। তার দুটি সিনেমাই বক্স অফিসে হিট করেছে। অমিত জোশির ‘তেরি বাতোঁ মে অ্যায়সি উলঝা জিয়া’ সিনেমাটি নির্মাণে খরচ হয় মাত্র ৭৫ কোটি রুপি। বক্স অফিস থেকে আয় করে ১৪১ কোটি রুপি। এদিকে ‘ক্রু’ নির্মাণেও একই ৭৫ কোটি রুপি খরচ করা হয়েছে। এই সিনেমাও শতকোটি রুপির অধিক বক্স অফিস থেকে ঘরে তুলতে যাচ্ছে। তাই বছরটি কৃতির জন্য ব্যবসা সফল একটি বছর সিনেমা হতে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন