রতন টাটার ‘ফেইক’ উক্তি যেভাবে বদলে দেয় মায়াঙ্কের জীবন
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৪, ১৪:০১
প্রথমবারের মতো আইপিএলে খেলতে নেমে গতির ঝড় তুলেছেন লখনৌ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদব। নিজের অভিষেক ম্যাচেই পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘণ্টায় ১৫৫.৮ কিলোমিটার গতিতে বল করেছিলেন। যা চলতি আসরের সর্বোচ্চ গতির রেকর্ড ছিল।
অবশ্য নিজের গড়া সেই রেকর্ড মায়াঙ্ক নিজেই ভেঙে ফেলেছেন পরে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচে তার একটি ডেলিভারি ছিল ১৫৬.৭ কিলোমিটার গতির। আর তাতে ২১ বছর বয়সী তরুণ এই পেসার আসরের সর্বোচ্চ গতির রেকর্ডে নতুন করে নাম তুলে ফেলেছেন। আইপিএলের সর্বোচ্চ রেকর্ডধারী বোলারদের তালিকায়ও ঢুকে গেছেন মায়াঙ্ক। লখনৌর তরুণ এই পেসারের আগে কেবল তিনজন গতিমান বোলারের নাম রয়েছে। যেখানে সবার শীর্ষে আছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইট।