ঈদের আগে এসি কিনলে যেসব বিষয়ে খেয়াল রাখবেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৪, ১২:২৬

গ্রীষ্মের তাপদাহে প্রাণ যখন ওষ্ঠাগত তখন এসির ঠান্ডা হাওয়ায় শরীর জুড়িয়ে যায়। অনেকেই এবার নতুন এসি কিনবেন। বিশেষ করে ঈদে বেশ কিছু টাকা একসঙ্গে হাতে আসায় অনেকেই এসি কেনার কথা ভাবছেন। তবে এসি কেনার সময় অবশ্যই বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে।


চলুন জেনে নেওয়া যাক এসি কেনার সময় কী কী বিষয় খেয়াল রাখবেন-
স্প্লিট নাকি উইন্ডো এসি
রুমে ব্যবহারের জন্য বাজারে সাধারণত উইন্ডো, স্প্লিট আর পোর্টেবল এসি বাজারে পাওয়া যায়। উইন্ডো এসি যেসব ঘরে কমপক্ষে দু’টি জানালা আছে সেখানে লাগানো হয়। ফলে বন্ধ হয়ে যাবে ঘরের একটি জানালা। আর এসি বন্ধ থাকলে ঘরে আলো-বাতাস ঢোকার সম্ভাবনা কমে যাবে। কিন্তু এ ধরনের এসি সহজেই ইনস্টল করা যায়। যারা ঘন ঘন বাসা পাল্টান, তাদের জন্য এই এসিই ভালো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও