ঈদ উৎসবে আরামে গামছার পোশাক
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৪, ১২:২২
বৈশাখ এখনো আসেনি, তাতেই প্রচণ্ড গরম। আর ঈদ একেবারে নাকের ডগায়। অনেকেই এর মধ্য়ে ভাবতে বসে গেছেন, এবারের ঈদে ফ্যান্সি পোশাককে বুড়ো আঙুল দেখিয়ে কী করে আরাম-আয়েশে ঈদের দিনটা কাটানো যায়। আরামের জন্য সুতি কাপড়ের বিকল্প নেই। আর সুতির মধ্য়ে বর্তমানে কিন্তু গামছার কাপড় দেশে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। কেবল কাটিংয়েই নয়, ভ্যালু অ্যাডের মাধ্যমে গামছার কাপড়ে তৈরি পোশাকগুলো হয়ে উঠছে আরও অনেক বেশি যুগোপযোগী।
আর এবারের ঈদটা অন্য সব ঈদের চেয়ে একেবারেই আলাদা। কারণ ঈদের পরপরই বাংলা নববর্ষ। সেদিন একটু রংচঙে পোশাকই তো চাই। কেমন হয় যদি এক পোশাকেই ঈদ আর পয়লা বৈশাখ উদ্যাপন করে ফেলা যায়! পোশাকে রঙের ছোঁয়াও থাকল আবার আরামও পাওয়া গেল।