মনিটরের রিফ্রেশ রেট ও এর গুরুত্ব কী?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৪, ২১:৫১
যে কোনো মনিটরের একটি গুরুত্বপূর্ণ দিক হল রিফ্রেশ রেট। একটি মনিটর কীভাবে ব্যবহার করা হবে তার ওপর নির্ভর করে, একজন ব্যবহারকারীর কত রিফ্রেশ রেটের প্রয়োজন।
গেইম খেলার জন্য, বা সৃজনশীল কাজের জন্য একোটি পিসি তৈরি করার ক্ষেত্রে ভালো মনিটরের প্রয়োজন। আর ভাল মনিটর নির্বাচন করার জন্য জানতে হবে এর বিভিন্ন ফিচার সম্পর্কে, যার মধ্যে রিফ্রেশ রেট অন্যতম বলে প্রতিবেদনে লিখেছে টেকরেডার।
প্রশ্ন থাকতেই পারে রিফ্রেশ রেট জিনিসটা কী? আর কীভাবে এটি মোনিটরের কার্যক্রম প্রভাবিত করে?