সহজেই বদলে নিন রাউটারের সেটিংস
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৪, ২১:৪৯
শহুরে জীবনের অবিচ্ছেদ্য অংশ ইন্টারনেট। আর নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাওয়ার জন্য যা যা দরকার, সে তালিকায় রয়েছে ভাল একটি রাউটারও। তবে সবচেয়ে ভালো সেবা পাওয়ার জন্য ঠিকঠাক করে নেওয়া দরকার রাউটারের সেটিংস।
বাড়ি বা অফিসের রাউটার সেটিংস খুলে নিজের মতো কাস্টমাইজ করে নিয়ে নিজের ইন্টারনেট অভিজ্ঞতা অনেকটাই বদলে নেওয়া সম্ভব। অনেক সময় জরুরী দরকারেও কাজে লাগানো যেতে পারে এটি।
রাউটারের সেটিংস সম্পর্কে জানলে ওয়্যারলেস সেটিংস বদলানো যাবে, নিরাপত্তা জোরদার করা যাবে। এ ছাড়া, নিজে থেকেই বিভিন্ন সমস্যার সমাধান করার পাশাপাশি নিজের প্রয়োজন অনুসারে একটি নেটওয়ার্ক তৈরি করা যাবে বলে প্রতিবেদনে লিখেছে টেকরেডার।
- ট্যাগ:
- প্রযুক্তি
- রাউটার
- সেটিংস পরিবর্তন