You have reached your daily news limit

Please log in to continue


অধরা স্বপ্ন পূরণে প্যারিস অলিম্পিকসে সেরাটা দিতে উন্মুখ জোকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা রেকর্ড ১০টি, টেনিস ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড। আরও কত সব রেকর্ড-অর্জনে সমৃদ্ধ নোভাক জোকোভিচের বর্ণাঢ্য ক্যারিয়ার। তবে একটি অপূর্ণতা রয়েই গেছে তার। এখনও যে অলিম্পিকসে সোনা জিততে পারেননি তিনি। এই বছরের প্যারিস অলিম্পিকসে সেই স্বপ্ন পূরণে নিজের সর্বোচ্চটা দিতে চান সার্বিয়ান তারকা।

সোনা জয় তো দূরে থাক, এখন পর্যন্ত চারবার অলিম্পিকসে অংশ নিয়ে কোনোবার ফাইনালেই খেলতে পারেননি জোকোভিচ। প্রথমবার তিনি অলিম্পিকসে অংশ নেন ২০০৮ সালে। বেইজিংয়ের ওই আসরে সেমি-ফাইনালে রাফায়েল নাদালের কাছে হারের পর ব্রোঞ্জ জিততে পারেন তিনি। এরপর তিনবার অলিম্পিকসে খেলতে গিয়ে তিনি দুবার হেরে যান ব্রোঞ্জ পদকের লড়াইয়ে। ২০১৬ রিও অলিম্পিকসে তো বিদায় নেন প্রথম রাউন্ড থেকেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন