কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বেলজিয়ামের রানির পরনে আড়ংয়ের পোশাক

প্রথম আলো প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৪, ১৮:০৮

ইনস্টাগ্রামে নানা দেশের রাজপরিবারের সদস্যসের ফ্যাশন তুলে ধরে রয়্যাল ফ্যাশন পুলিশ। সেই অ্যাকাউন্ট থেকেই গত ৪ মার্চ পোস্ট করা হয় বেলজিয়ামের রানি মাথিল্ডের একটি ছবি। সেখানে রাজপরিবারের এই সদস্য দেখা দেন বাংলাদেশের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের সাব-ব্র্যান্ড ‘হার স্টোরি’র একটি জ্যাকেটে। পোশাকটি তিনি পরেছিলেন চলতি বছরের ৩ মার্চ, পশ্চিম আফ্রিকার রাষ্ট্র আইভরিকোস্টের রাজধানী ইয়ামুসুক্রোতে, রাষ্ট্রীয় সফরে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত হিসেবে ওই রাষ্ট্রীয় সফরে অংশ নেন তিনি।


এই পোস্টে অনেকেই রানির ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন। সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে রানির এই জ্যাকেট। সিল্কে বিভিন্ন রঙের প্রিন্ট আর এমব্রয়ডারি করা জ্যাকেটটির রয়েছে রাজকীয় আবেদন। এর সঙ্গে রানির হাতে ছিল বেলজিয়ামের ব্র্যান্ড ক্লিও গোল্ডব্রেনারের ব্যাগ। ব্যাগটি তিনি এর আগেও ব্যবহার করেছেন। জুতাটি নিয়েছেন পেনেলপি চিলভার্স থেকে। জুতাটিও রানি আগে রাষ্ট্রীয় সফরে পরেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও