‘অ জেডা ফইরার বাপ’ গানের গীতিকার সৈয়দ মহিউদ্দিন আর নেই

প্রথম আলো প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৪, ১৭:৫৯

চট্টগ্রামের আঞ্চলিক গানের খ্যাতনামা গীতিকার, সুরকার সৈয়দ মহিউদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মহি আল ভান্ডারী নামেও পরিচিত ছিলেন। ‘অ জেডা ফইরার বাপ’, ‘মেজ্জান দিয়ে দিয়ে’, ‘মনহাচারা মাঝিরে তোর সাম্পানত চইড়তাম ন’সহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার ও সুরকার মহিউদ্দিন দীর্ঘদিন ধরেই নানা জটিলতায় ভুগছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল ১০টায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। আজ বাদ জোহর কাতালগঞ্জের কাতালপির মসজিদে তাঁর জানাজা হয়েছে।


লোকগীতি গবেষক ও সাংবাদিক নাসির উদ্দিন হায়দার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চিরকুমার সৈয়দ মহিউদ্দিন আজীবন সংগীত সাধনা করে গেছেন। চট্টগ্রাম নগরের শুলকবহর মির্জাপুলের বাসায় তিনি একাই থাকতেন। সংগীতের সঙ্গে জড়িত লোকজনই ছিল তাঁর পরিবারের সদস্যের মতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও