![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-04%252F2d44793d-c367-466b-84f9-645f6c776b9e%252FUntitled_3.jpg%3Frect%3D21%252C0%252C848%252C565%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
বান্দরবানে কেএনএফের হঠাৎ কেন এই হামলা
বান্দরবানে অল্প সময়ের মধ্যে থানচি, রুমা ও আলীকদমে হামলা চালিয়েছে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ নামের একটি সশস্ত্র গোষ্ঠী। প্রায় তিন বছর ধরে বান্দরবানের এসব এলাকায় সশস্ত্র গোষ্ঠীটি সক্রিয় আছে। একসময় এলাকাগুলোতে আমি দায়িত্ব পালন করেছি। আমি সেখানে রিজিওনাল এবং ব্রিগেড কমান্ডার ছিলাম। সেখানকার বম, পাংখোয়া, লুসাই, খিয়াং, ম্রো ও খুমি—এসব জাতিগোষ্ঠীর মানুষ নিয়ে সংগঠনটি গঠিত হয়েছে। জাতিগোষ্ঠীগুলোর বেশির ভাগ খ্রিষ্টধর্মের অনুসারী।
কেএনএফকে যিনি নেতৃত্ব দিচ্ছেন, নাথান বম, তিনি কিন্তু রুমারই ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও এখন সশস্ত্র পথে ঢুকেছেন। প্রথম দিকে তঁাদের বক্তব্য ছিল, তাঁরা পার্বত্য চট্টগ্রামের প্রধান জাতিগোষ্ঠী চাকমা ও মারমাদের দ্বারা নিগৃহীত হচ্ছেন। এ দুই জাতিগোষ্ঠীর বিরুদ্ধে তাঁরা অস্ত্র তুলে নিয়েছেন।