![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-04%252Fbaa41adf-3b0e-461c-9391-77737ce21e51%252FLinkedin.png%3Frect%3D0%252C0%252C960%252C640%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
লিংকডইন প্রোফাইলে নামের উচ্চারণ যুক্ত করবেন যেভাবে
পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগের পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তিও পাওয়া যায়। ফলে সহজে পছন্দের চাকরির সন্ধান মিলে থাকে। তবে ভাষা জটিলতার কারণে ভিন্ন ভাষাভাষীদের অনেকেই প্রোফাইলে থাকা নাম ভুলভাবে উচ্চারণ করেন। ফলে আলোচনার সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। নিজের লিংকডইন প্রোফাইলে নামের উচ্চারণ যুক্ত করে এ সমস্যার সমাধান করা সম্ভব।
প্রোফাইলে নামের উচ্চারণ যুক্ত করার জন্য লিংকডইন অ্যাপে প্রবেশের পর প্রোফাইল ছবিতে ট্যাপ করে ‘ভিউ প্রোফাইল’ নির্বাচন করতে হবে। এরপর প্রোফাইল পেজের ওপরে থাকা পেনসিল আইকনে ট্যাপ করে ‘নেম প্রোনান্সিয়েশন’–এর নিচে থাকা ‘অ্যাড নেম প্রোনান্সিয়েশন’ অপশনে ক্লিক করতে হবে। এবার রেকর্ড আইকনে ট্যাপ করে ধরে রেখে নামের উচ্চারণ রেকর্ড করতে হবে। এরপর প্লে বাটনে ট্যাপ করে নামের উচ্চারণ ঠিকমতো রেকর্ড হয়েছে কি না তা পরীক্ষা করে কোন কোন ব্যক্তি নামের উচ্চারণ শুনতে পারবেন, তা নির্বাচন করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই তা প্রোফাইলে যুক্ত হয়ে যাবে। ফলে লিংকডইন প্রোফাইলে নামের পাশে থাকা রেকর্ড বাটনে ক্লিক করে অন্য ব্যবহারকারীরা যেকোনো সময় সহজে নামের উচ্চারণ শুনতে পারবেন।