ইরান ও ইসরায়েলের সামরিক শক্তি কার কতটা
প্রথম আলো
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৪, ১২:৫৩
সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে গত সোমবার ইসরায়েল হামলা চালায়। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশ শাখার শীর্ষ জেনারেলসহ ১৩ জন নিহত হন। এ হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তবে প্রতিশোধমূলক হামলা চালানোর সক্ষমতা ইরানের কতটুকু, সে প্রশ্ন রয়েছে।
কনস্যুলেটে হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশ শাখা আল-কুদস বাহিনীর দেখভালের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি নিহত হয়েছেন। অবশ্য বরাবরের মতো এবারও হামলার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি ইসরায়েল।