ডামি ভয়েসটাই দামি হয়ে গেল

প্রথম আলো প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৪, ১২:৩৭

দেড় দশক ধরে ঈদ উৎসবে বাড়ি ফেরা মানুষের প্রিয় একটি গান ‘স্বপ্ন যাবে বাড়ি’। গানটি যেন শিকড়ের কথা মনে করিয়ে দেয়। একটি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান আট বছর আগে নতুন করে ‘স্বপ্ন যাবে বাড়ি ২’ গানটি তৈরি করে। রাসেল মাহমুদের লেখা এই গানের সুর ও সংগীতায়োজন করেন হাবিব ওয়াহিদ। গানটিতে কণ্ঠ দেন মিথুন চক্র। গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে গানটির নতুন একটি ভিডিও চিত্র। যন্ত্রশিল্পী হিসেবে পরিচিত হলেও মিথুনের এই কণ্ঠ দেশ–বিদেশের সবার কাছে পৌঁছে যায়।



আট বছর আগে টালমাটাল সময় পার করছিলেন মিথুন চক্র। একেবারে ব্যক্তিগত ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত। এমন সময় তাঁর ডাক আসে হাবিব ওয়াহিদের কাছ থেকে। ছুটে যান। জানতে পারেন, একটি গানের ডামি ভয়েস দিতে হবে। তখনো জানেন না, কী সেই গান। স্টুডিওতে যান। কথা হয়। জানতে পারেন, বিজ্ঞাপনের সেই ‘স্বপ্ন যাবে বাড়ি’ গানটি গাইতে হবে। মিথুন বললেন, ‘আমি ভেঙে পড়েছিলাম। এর মধ্যে আরেকটা প্রজেক্টেও যুক্ত হই। তারপর হাবিব ভাইয়ের ডাকে যাই। বলা হলো ডামি ভয়েস। ১৫ মিনিটে পুরো গান গেয়ে দিই। আমিও ভাবছিলাম, যেহেতু ডামি ভয়েস...এতেই চলবে। এরপর আরেক দিন ডাক পড়ল। হাবিব ভাই বললেন, আরেকবার কণ্ঠ দিতে হবে। তবে পুরো গান নয়। শুধু “স্বপ্ন টানে”—এই শব্দ দুটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও