কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এআই মানসম্পন্ন অনলাইন শিক্ষার সুযোগ তৈরি করছে: বিল গেটস

প্রথম আলো প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৪, ১০:২২

২০২২ সালে চ্যাটজিপিটি চালুর পর থেকে শিক্ষা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিভিন্ন টুল ব্যবহার নিয়ে বিতর্ক চলছে। এরই মধ্যে বিভিন্ন দেশের বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে এআই ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে সম্প্রতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধীরে ধীরে এআই প্রযুক্তির বিভিন্ন টুল ব্যবহার শুরু হয়েছে। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও প্রযুক্তি উদ্যোক্তা বিল গেটস শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারকে ইতিবাচক উল্লেখ করে বলেছেন, এআই মানসম্পন্ন অনলাইন শিক্ষার সুযোগ তৈরি করছে।


গত বছরের ডিসেম্বরে নিউইয়র্কে এআই নিয়ে একটি আলোচনায় অংশ নেন বিল গেটস। সেখানে বর্তমান শিক্ষাব্যবস্থায় এআই ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বিল গেটস বলেন, শিক্ষার্থীদের জন্য এখন ভালো সময়। এআইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পড়াশোনা সহজলভ্য হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও