You have reached your daily news limit

Please log in to continue


আজ পায়জামা দিবস, জানেন তো এই পোশাকের উদ্ভব কোথায়

পায়ের জন্য জামা—পাজামা। উচ্চারণভেদে পায়জামা। ঢিলেঢালা দুই প্রস্থবিশিষ্ট পোশাক। আরামদায়ক ক্যাজুয়াল পরিধেয় হিসেবে অনন্য। নারী-পুরুষ-ছেলে-বুড়ো—সবার কাছেই সমানভাবে সমাদৃত। ত্রয়োদশ শতাব্দীতে অটোম্যান আমলে ভারতে এর উদ্ভব। এরপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে পৌঁছে যায় ইউরোপে। ধীরে ধীরে পৃথিবীর অন্যান্য দেশেও জনপ্রিয় হয়ে ওঠে। শুরুতে এটি ছিল ঢিলেঢালা ও হালকা ধরনের। সময়ের পরিক্রমায় এখন অবশ্য আঁটসাঁট পায়জামার ব্যবহারও দেখা যায়। একসময় এই পোশাক ছিল আভিজাত্যের প্রতীক। কেবল বিত্তশালী অভিজাত ব্যক্তিরাই এটি পরিধান করতেন। তবে এখন ধনী-দরিদ্রনির্বিশেষে সবাই ব্যবহার করেন।

রাতে ঘুমানোর জন্য পায়জামার চেয়ে স্বস্তিদায়ক পোশাক আর হয় না। প্রথাগত ড্রেস-কোডের বাইরে ফ্যাশনজগতেও এর অবদান অনস্বীকার্য। অনেক বিখ্যাত ব্যক্তির প্রিয় পরিধেয় পায়জামা। ঘরে তো বটেই, জনসম্মুখেও তাঁরা এটি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। মার্কিন মডেল ও অভিনেত্রী গিগি হাদিদ, সংগীতশিল্পী সেলেনা গোমেজ, বার্বাডিয়ান পপশিল্পী রিহানা কিংবা ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার, বেকহ্যাম–পত্নী ভিক্টোরিয়া বেকহ্যামের মতো তারকাদের প্রায়ই পায়জামা পরে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন