কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খননে প্রাণ ফিরছে লৌহজং নদীর, দু-পাড়ে তৈরি হচ্ছে পায়ে হাঁটা পথ

ডেইলি স্টার টাঙ্গাইল সদর প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৪, ০৮:৪১

ধীরে ধীরে আগের অবয়ব ফিরে পাচ্ছে টাঙ্গাইল শহরের 'লাইফ লাইন'-খ্যাত ঐতিহ্যবাহী লৌহজং নদী। কেননা পৌর এলাকার হাউজিং ব্রিজ থেকে স্টেডিয়াম এলাকা পর্যন্ত নদীর দখল হয়ে যাওয়া জায়গা থেকে অবৈধ স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নিয়েছেন স্থানীয়রা।


এর আগে, গত ১ মার্চ থেকে মৃতপ্রায় নদীটি পুনরুদ্ধারের অভিযান শুরু করে টাঙ্গাইল জেলা প্রশাসন। অভিযানের শুরুতে পৌর এলাকায় নদীর প্রায় দেড় কিলোমিটার অংশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে অংশ নেয় স্বেচ্ছাসেবীরা।


এর পরপরই নদীর এই অংশের দু-পাড়ে রাস্তা তৈরির কাজে হাত দেয় প্রশাসন, যা টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন আলীর তত্ত্বাবধানে এখনো চলছে। নুর মোহাম্মদ খান রাজ্য ও রতন সিদ্দিকীসহ স্থানীয় পরিবেশ কর্মীরা এ কাজে সহায়তা করছেন।


ইউএনও জানান, পানি আইন-২০১৩ অনুসরণ করে নদী উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে এবং স্থানীয়রাও কাজটিতে সহায়তা করছেন। 


তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'দখল-দূষণে ভাগাড়ে পরিণত হয়েছিল নদীটি। গত একমাস টানা কাজের পর নদীটি ধীরে ধীরে তার পূর্বের অবয়ব ফিরে পাচ্ছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও