জাকাতে কেন শাড়ি-লুঙ্গি?

বিডি নিউজ ২৪ গুলিস্তান প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৪, ০৮:২৩

গুলিস্তানের পীর ইয়ামেনি মার্কেটের আন্ডারগ্রাউন্ডে যেতেই চোখে পড়ল দেওয়ান শাড়ি বিতানের সাইনবোর্ডে লাল অক্ষরে লেখা 'সুলভ মূল্যে জাকাতের শাড়ি পাওয়া যায়'।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপে বিক্রেতারা বললেন, সক্ষম ব্যক্তিদের গুরুত্বপূর্ণ এই ইবাদতের কথা স্মরণ করিয়ে দিতেই তাদের এ ব্যবস্থা।


তবে ইসলামিক ফাউন্ডেশন বলছে, জাকাত হিসেবে শাড়ি-লুঙ্গি দেওয়া ইসলামের দৃষ্টিতে ‘উত্তম চর্চা নয়’। কাপড় না দিয়ে বরং অস্বচ্ছল মানুষকে স্বাবলম্বী হতে সহায়তা করা জাকাতের মূল লক্ষ্য হওয়া উচিত।


ইসলাম ধর্মে ইবাদতের পাঁচটি স্তম্ভের একটি হলো জাকাত। কোনো মুসলমান ‘নিসাব সম্পন্ন’ সম্পত্তির মালিক হলে, অর্থাৎ সাংসারিক ব্যয় নির্বাহ করার পর সাড়ে ৭ তোলা স্বর্ণ অথবা সাড়ে ৫২ তোলা রুপা বা সমপরিমাণ অর্থ এক বছর স্থায়ী সঞ্চয় হলে তাকে ওই পরিমাণ সম্পদের বছর পূর্তিতে আড়াই শতাংশ হারে জাকাত দিতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও