সুইডেনে কোরআন পোড়ানো ব্যক্তি মারা যাননি, গ্রেফতার হয়েছেন নরওয়েতে
সুইডেনে বারবার পবিত্র কোরআন পোড়ানোর জন্য বিশ্বব্যাপী; বিশেষ করে, মুসলিম বিশ্বে ব্যাপক সমালোচিত ব্যক্তি হলেন ইরাকি নাগরিক সালওয়ান মোমিকা। সম্প্রতি তার মৃত্যুর খবর চাওর হয়েছিল। তবে ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ওই ব্যক্তি মারা যাননি। তাকে নরওয়ে থেকে গ্রেফতার করা হয়েছে ও বর্তমানে সুইডেনে নির্বাসনে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, বার বার পবিত্র কোরআন পোড়ানোর দায়ে মুসলিম বিশ্বের চাপের মুখে সুইডেন সরকার সালওয়নকে বসবাসের অনুমতি পুনঃনবায়ন করতে অস্বীকৃতি জানায়। ফলে তিনি আশ্রয়ের আশায় প্রতিবেশী দেশ নরওয়েতে গিয়েছিলেন ইরাকি খ্রিস্টান এই নাগরিক।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গ্রেফতার
- কোরআন পোড়ানো