ডিমেনশিয়ার প্রাথমিক চিকিৎসার সহায়ক হতে পারে অ্যাপ?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৪, ১৯:১১
ডিমেনশিয়ার লক্ষণ যাদের মাত্রই দেখা দিতে শুরু করেছে, তাদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে স্মার্টফোন অ্যাপ— এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।
‘ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, স্যান ফ্রান্সিসকো (ইউসিএসএফ)’-এর নতুন গবেষণায় এমন একটি স্মার্টফোন অ্যাপ বানিয়েছেন গবেষকরা, যার মাধ্যমে ‘ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া (এফটিডি)’র প্রাথমিক বিভিন্ন লক্ষণ শনাক্ত করার সুবিধা মিলবে।
‘ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া (এফটিডি)’ গুরুতর এক স্নায়বিক অবস্থা। প্রায়ই মধ্যবয়সী ব্যক্তিরা আক্রান্ত হন এ রোগে।
এ উদ্ভাবন বিভিন্ন ক্লিনিকাল ট্রায়াল, এফটিডি’র প্রচলিত প্রাথমিক রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থায় বিপ্লব ঘটানোর সম্ভাবনা দেখিয়েছে, বিশেষ করে এর প্রাথমিক ধাপগুলোর ক্ষেত্রে।