You have reached your daily news limit

Please log in to continue


কেন্দ্রীয় সরকারে ৩০ লাখ শূন্য পদে চাকরি দেবে কংগ্রেস

কংগ্রেসের চোখে মোদি সরকারের ব্যর্থতার খতিয়ানের প্রথম সারিতে রয়েছে বেকারত্ব ও মূল্যবৃদ্ধি। সেই সঙ্গে কংগ্রেস মনে করে, সমাজের পিছিয়ে পড়া শ্রেণির প্রতি সরকারের অনীহা তীব্র। লোকসভা ভোটের আগে কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে এসব সমস্যার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।

আজ শুক্রবার প্রকাশিত সেই ইশতেহারে কংগ্রেস জানিয়েছে, ক্ষমতায় এলে কেন্দ্রীয় সরকারের ৩০ লাখ শূন্য পদ তারা পূরণ করবে। একই সঙ্গে আগামী বছর থেকেই এই চাকরির ৫০ শতাংশ নারীদের জন্য সংরক্ষণ করা হবে।

কংগ্রেস বলেছে, ক্ষমতায় এলে তারা কৃষকদের দীর্ঘদিনের দাবি পূরণ করবে। স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে আইনি স্বীকৃতি দেবে। ন্যূনতম দৈনিক শ্রমের মূল্য ধার্য করা হবে ৪০০ রুপি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন