![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/aguero-20240405130224.jpg)
অবসর ভেঙে খেলায় ফিরছেন অ্যাগুয়েরো
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৪, ১৪:১৭
অবসর ভেঙে ফের খেলায় ফিরছেন আর্জেন্টাইন ফুটবলার সার্জিও অ্যাগুয়েরো। আগামী গ্রীষ্ম মৌসুম থেকে দ্য সকার টুর্নামেন্টে (টিএসটি) খেলবেন তিনি। টুর্নামেন্টটি শুরু হবে আগামী ৫ জুন যুক্তরাষ্ট্রের নর্থ-ক্যারোলিনায়, শেষ হবে ১০ জুন।
অ্যাগুয়েরোর খেলায় ফেরার বিষয়ে টিএসটির প্রতিষ্ঠাতা এবং সিইও জন মুগার এক বিবৃতিতে বলেন, এই বছরের মাঠে সার্জিও এবং তার দলকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তিনি শুধু সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন নন, সর্বকালের সবচেয়ে কঠিন প্রতিযোগীদের একজন। তিনি মজা করতে এবং প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ক্যারিতে আসছেন, আর টিএসটি বিষয়টি এমনি।
- ট্যাগ:
- খেলা
- অবসর
- ফিরছেন
- সার্জিও অ্যাগুয়েরো