‘ভুলে কেনা’ শশাঙ্কই করলেন পাঞ্জাবের ‘দায়মোচন’
শশাঙ্ক সিংকে নিশ্চয়ই এখন আর ‘ফিরিয়ে দিতে’ চাইবে না পাঞ্জাব কিংস।গতকাল রাতে আহমেদাবাদে গুজরাট টাইটানসের বিপক্ষে ২০০ রানের লক্ষ্যে ২৯ বলে ৬১ রানের ইনিংসে পাঞ্জাবকে স্মরণীয় এক জয় এনে দিয়েছেন ৩২ বছর বয়সী এ ব্যাটিং অলরাউন্ডার। হয়েছেন ম্যাচসেরাও। অথচ এই শশাঙ্ককে নিলামে কিনেও ফিরিয়ে দিতে চেয়েছিল পাঞ্জাব!
গত ডিসেম্বরে আইপিএলের নিলামে শশাঙ্ককে তাঁর ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতে কেনে পাঞ্জাব। তবে এর ঠিক পরপরই পাঞ্জাবের পক্ষ থেকে নিলাম পরিচালনাকারীকে ইঙ্গিত করা হয়, তারা তাঁকে নিতে চায় না। দলের মালিক প্রীতি জিনতাও একই ইঙ্গিত করেন। নিজেরা একজন খেলোয়াড়কে কিনে নেওয়ার পর আবার ফিরিয়ে দিতে চাওয়ার সেই ঘটনায় বেশ বিব্রতকর একটা পরিস্থিতিই তৈরি হয় আইপিএলের নিলামে। কয়েক মিনিট আগে শশাঙ্ক সিং নামে বাংলার আরেক ক্রিকেটারকে নিলামে তোলা হয়েছিল, এরপর পাঞ্জাবের অমন কাণ্ডে ধোঁয়াশা তৈরি হয় আরও।
- ট্যাগ:
- খেলা
- আইপিএল
- কিংস ইলেভেন পাঞ্জাব
- দায়মোচনপত্র