ভারতে এখন ২০০ জন শতকোটিপতি

প্রথম আলো প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৪, ১৪:০১

ভারতের শেয়ারবাজারে চাঙাভাবের বদৌলতে দেশটিতে শতকোটিপতি বা বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে। ২০২৪ সালের জন্য যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের তৈরি ধনীতম ব্যক্তিদের তালিকায় ২০০ জন ভারতীয় স্থান পেয়েছেন। আগের বছরে অর্থাৎ ২০২৩ সালে সংখ্যাটি ছিল ১৬৯। এই ধনীদের সম্মিলিত সম্পদমূল্য প্রায় এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলারে উঠেছে।


এবারও যথারীতি ভারতের শীর্ষ ধনীর আসন ধরে রেখেছেন মুকেশ আম্বানি। তিনিই প্রথম ভারতীয় ও এশীয় নাগরিক, যাঁর নিট সম্পদমূল্য ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বিভিন্ন খাতে তাঁর ব্যবসার সম্প্রসারণ হচ্ছে। সম্প্রতি ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে মার্ক জাকারবার্গ, বিল গেটস ও ইভানকা ট্রাম্পের মতো ধনীদের ভারতে নিয়ে এসে তাক লাগিয়ে দেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও