![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-04%252F6a847f2e-372d-47b0-8d21-f6692560efa5%252F843265_01_02.jpg%3Frect%3D1%252C0%252C2799%252C1866%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
টি-টোয়েন্টিতে ৫৩৮ উইকেট নেওয়া নারাইন বললেন—‘ক্রিকেট মানেই ব্যাটিং’
প্রথম আলো
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৪, ১০:৫৯
সুনীল নারাইনের কথায় নির্মম এক বাস্তবতাই ফুটে উঠল! নারাইন এক যুগের বেশি সময় ধরে ক্রিকেট খেলছেন। স্বীকৃত টি-টোয়েন্টিই খেলেছেন ৫০১টি, উইকেট নিয়েছেন ৫৩৮টি। অর্থাৎ ক্রিকেটার কিংবা একজন বোলার হিসেবে নারাইনের অভিজ্ঞতা পাহাড়সমান।
ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার দেখেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কীভাবে বোলারদের ওপর ব্যাটসম্যানের ব্যাট তলোয়ার হয়ে নেমে আসে। মাঝেমধ্যে নারাইন তো নিজেই সেই কাজটা করেন। এসব অভিজ্ঞতা থেকেই সম্ভবত নারাইন গতকাল ৮৫ রানের ইনিংস খেলে বলেছেন—‘ক্রিকেট মানেই ব্যাটিং’।