আতঙ্কগ্রস্ত ব্যাংক গ্রাহকরা নিজেদের নিরাপদ দেখতে চান
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাল-হলুদ-সবুজ বিভাজনে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর অবস্থান নির্ধারণ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এতে সংশ্লিষ্ট গ্রাহকদের মাঝে আতঙ্ক পরিলক্ষিত হচ্ছে। সময় ধরে পর্যাপ্ত পর্যবেক্ষণ-নিরীক্ষণ এবং যথার্থ যাচাই-বাছাই করে এ মূল্যায়ন করা হয়েছে কি না, তা বিশ্লেষণের দাবি রাখে। এমনিতেই নিত্যপণ্য-বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধি, বাজার সিন্ডিকেট, গ্যাস-ডলার সংকট ইত্যাদি কারণে দেশবাসীর অবস্থা প্রায় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। জনজীবনে এক ধরনের দুর্ভোগ লক্ষণীয়। উদ্ভূত পরিস্থিতিতে নানা ধরনের পরীক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি মোটেও প্রত্যাশিত নয়। যথার্থ তদারকিসাপেক্ষে ব্যাংকগুলোর চলমান সমস্যাগুলো দূরীকরণে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের দায় অবশ্যই রয়েছে।
যে কোনো ক্ষেত্রে অকস্মাৎ যে কোনো ধরনের পরিবর্তন-পরিমার্জনে অবশ্যই আর্থসামাজিক সময়কালকে গুরুত্ব দিতে হবে। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন ঘটিয়ে গণরোষ তৈরির অপচেষ্টা প্রতিরোধে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ আবশ্যক। অযাচিত-অনাকাঙ্ক্ষিত-অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা যে কোনো মূল্যে নির্মূল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্নীতিমুক্ত, সাহসী ও সুদূরপ্রসারী চিন্তাচেতনার প্রয়োগ ঘটাতে হবে।