মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ, বয়স হয়েছিল ১১৪ বছর
হুয়ান ভিসেন্ট পেরেজ মোরা—বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের খেতাব ছিল তাঁর দখলে। ভেনেজুয়েলার এই ব্যক্তি গতকাল মঙ্গলবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ১১৪ বছর।
স্থানীয় সরকারি কর্মকর্তা ও পারিবারিক সূত্র হুয়ান ভিসেন্টের মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
হুয়ান ভিসেন্টের মৃত্যুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘হুয়ান ভিসেন্ট পেরেজ মোরা ১১৪ বছর বয়সে অনন্তলোকে যাত্রা করেছেন।’
- ট্যাগ:
- জটিল
- মারা গেছেন
- সবচেয়ে বয়স্ক ব্যক্তি