![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-07%252F3b2e2ae3-3bd2-437f-9d84-4e0a4990db93%252Fmaxresdefault_22.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D480%26dpr%3D0.9)
গজল আর কাওয়ালি আমার আত্মার খোরাক
প্রথম আলো
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৪, ১৩:৫৪
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা দেয়ালের দেশ সিনেমায় মাহতিম শাকিবের গান ‘বেঁচে যাওয়া ভালোবাসা’ প্রশংসা কুড়িয়েছে। ঈদে আসবে আটটি নতুন গান। সম্প্রতি ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় মনোনয়ন পেয়েছিলেন এই তরুণ গায়ক। সাম্প্রতিক নানা প্রসঙ্গে গত রোববার মুঠোফোনে তাঁর সঙ্গে কথা বলেছে ‘বিনোদন।
কাভার গান করতেন। সেখান থেকে সিনেমার গানে আপনার কীভাবে আসা?
আমি সব ধরনের গানই করতে চাই। এমনকি একাধিক ভাষার গান করতেও ভালো লাগে। দু-একটি জায়গায় নিজেকে আটকে রাখতে চাই না। কভারের পর মৌলিক গান করেছি। ক্যানভাস যত বড় হবে, সুযোগ তত বাড়বে। অনেক আগে থেকেই মনে হয়েছিল সিনেমায় গান করব। যখন ডাক পড়ল, তখন রাজি হয়েছি।
- ট্যাগ:
- বিনোদন
- আত্মার সচলতা
- গজল
- কাওয়ালি