কীভাবে বুঝবেন আপনার শিশুর অটিজম বৈশিষ্ট্য আছে কি না
প্রথম আলো
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৪, ১২:১৪
বর্তমান বিশ্বে শিশুদের মধ্যে বেড়ে যাওয়া রোগের মধ্যে অন্যতম অটিজম। তবে এটি আসলে নির্দিষ্ট কোনো রোগ নয়। এ সমস্যার অনেক ধরন ও বিস্তৃতি রয়েছে বলে রোগটিকে অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার বলা হয়। এটি মূলত একটি জটিল স্নায়বিক বিকাশজনিত সমস্যা, যা সামাজিক যোগাযোগে অক্ষমতা, ভাব প্রকাশের অক্ষমতা বা পুনরাবৃত্তিমূলক আচরণ দিয়ে শনাক্ত করা হয়।
অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশুর কী ধরনের বৈশিষ্ট্য থাকে, তা জানা যাক।
সামাজিক যোগাযোগে অসংগতির লক্ষণ
১) চোখে চোখ না রেখে কথা বলা।
২) ৯ মাসের মধ্যে নাম ধরে ডাকলে শিশুর সাড়া না দেওয়া বা হাসি–কান্নার অনুভূতি প্রকাশ না করা।
৩) ১২ মাসে শিশুকে বিদায়ের সময় টাটা দিলে প্রতি–উত্তরে টাটা দিয়ে হাত না নাড়া। সেই সঙ্গে নানা ধরনের খেলায় শিশুর অনাগ্রহ।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- শিশু
- শিশু কিশোর
- শিশু স্বাস্থ্য