ধূমপান, তামাক ও মাদক ছাড়ার সুযোগ রমজান
ইসলাম সব ক্ষতিকর জিনিসকেই নিষিদ্ধ করেছে। মদ ও মাদক মাকাসিদে শরিয়াহ বা শরিয়তের বিধানগুলোর উদ্দেশ্যাবলির পরিপন্থী। ধূমপান মাদকের প্রথম পদক্ষেপ।মদ্যপান ও মাদক সেবন সব পাপের সমন্বয়ক। মদ ও মাদক পাপাচারের মূল এবং কবিরা গুনাহের অন্যতম। (তবরানি ও বায়হাকি)।
মদ্যপান ও মাদক সেবন এমন পাপ, যা সব পাপের দ্বার উন্মুক্ত করে দেয়। এ জন্যই সব ধরনের মদ ও মাদক ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। মহানবী (সা.) বলেন, ‘যেকোনো পানীয় (বা বস্তু) নেশা উদ্রেক করে, তা হারাম।’ (বুখারি: ২৪১)।
- ট্যাগ:
- মতামত
- ধূমপান
- ধূমপান ছাড়া
- পরোক্ষ ধূমপান