![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2024-04%2Fc41f63fb-af14-4db5-9ded-2b7187bf38e2%2Fchhatraleague_du_020424_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
বুয়েটে ‘নিয়মতান্ত্রিক’ ছাত্র রাজনীতির প্রতিশ্রুতি ছাত্রলীগের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৪, ১৪:৫৩
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের নিয়ে এ শিক্ষায়তনে ‘স্মার্ট ও নিয়মতান্ত্রিক’ ছাত্র রাজনীতি চালুর প্রতিশ্রুতি দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।
তিনি বলেছেন, “আমরা বুয়েট শিক্ষার্থীদের মতামত নেব। তাদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে একটি নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির প্রস্তাবনা উল্লেখ করে আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমে যাব।”