![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-04%252F85c3219d-36f2-4903-8e4c-ac10ae113d7b%252FMicrosoft_Softcard_Z80_coprocessor_for_Apple_II.jpg%3Frect%3D966%252C0%252C3324%252C2216%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
মাইক্রোসফটের প্রথম যন্ত্র সফটকার্ডের ঘোষণা
প্রথম আলো
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৪, ১১:২০
মাইক্রোসফটের প্রথম যন্ত্র সফটকার্ডের ঘোষণা
শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন তাদের প্রথম একমাত্র যন্ত্র (হার্ডওয়্যার) জেড-৮০ সফটকার্ডের ঘোষণা দেয়। সফটকার্ডে মুদ্রিত সার্কিট বোর্ডের ওপর একটা মাইক্রোপ্রসেসর লাগানো ছিল, এটি অ্যাপল-টু পারসোনাল কম্পিউটারে যুক্ত করা যেত। অ্যাপল কম্পিউটারে বাড়তি কিছু কাজ করার সুবিধা দিত এটি। এর খুচরা মূল্য ছিল ৩৪৯ মার্কিন ডলার। এই সফটকার্ডে সিপি/এম অপারেটিং সিস্টেমের সঙ্গে মাইক্রোসফট বেসিক প্রোগ্রাম ছিল। ফলে অ্যাপল-টুতে এসব প্রোগ্রাম চালানো যেত সফটকার্ডের মাধ্যমে।