ঈদে বসার ঘরে নতুনত্ব আনবেন যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৪, ১১:০৬

বসার ঘরের প্রধান আসবাব সোফা। ঈদকে সামনে রেখে অনেকে সোফা সেট পরিবর্তন করে থাকেন। তবে আরেক উপায়েও সোফার সাজে আনতে পারেন পরিবর্তন। সোফার কভার পুরোনো হয়ে গিয়ে থাকলে সেটা পাল্টে নিতে পারেন। এতেই ঘরের আবহ নতুনের মতো হয়ে যাবে। বাজারে এখন বাহারি ডিজাইনের সিঙ্গেল সোফা পাওয়া যায়। আগের সোফার সঙ্গে মিলিয়ে বা বিপরীত রঙের সিঙ্গেল সোফা কিনে নিতে পারেন।


ঘরে আসবাব যতটা কম রাখা যায়, তত সুন্দর। সোফার পরিবর্তে ছোট টুল বা জলচৌকি ব্যবহার করতে পারেন। বেতের তৈরি নানা নকশার টুল পাওয়া যায় আজকাল। এগুলো যেমন সৌন্দর্য বর্ধন করে, তেমনি এগুলোর জায়গা বদল করে সহজেই ঘরে আনা যায় নতুনত্ব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও