ঘরের মাঠেও দুয়োধ্বনি শুনতে হলো পান্ডিয়াকে
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৪, ১০:৩৮
হার্দিক পান্ডিয়ার সময়টা ভালো যাচ্ছে না কোনোভাবেই। রোহিত শর্মাকে সরিয়ে তাকেই মুম্বাইয়ের অধিনায়ক করার সিদ্ধান্ত এখনো যেন মেনেই নিতে পারছেন না মুম্বাই ভক্তরা। এর আগে নিজেদের ঘরের বাইরের মাঠে দুয়োধ্বনি শুনতে হয়েছিল তাকে। এবার তো সরাসরি নিজেদের মাঠ ওয়াংখেড়েতে দুয়ো শুনলেন হার্দিক। পরিস্থিতি সামাল দিতে স্বইয়ং রোহিতই এগিয়ে এসেছিলেন।
কিন্তু মুম্বাইয়ের দর্শক যেন এবারে রোহিতের কথাও শুনতে নারাজ। বিশেষ করে হার্দিক যখন দলের প্রয়োজনে বড় রান করতে ব্যর্থ, তখন ঘৃণা যেন আরও বেশিই দেখালেন মুম্বাই সমর্থকরা। ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামেও হার্দিককে লক্ষ্য করে ভেসে এল ব্যাঙ্গাত্মক শিস। টস করতে নামার সময় স্টেডিয়াম জুড়ে শোনা গেল ‘রোহিত, রোহিত’ চিৎকার।