পঞ্চগড় রুটে সর্বোচ্চ কমলো ১৩.৩২ টাকা, মুন্সীগঞ্জে ৮১ পয়সা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৪, ১০:০৭
দুই দফায় ডিজেলের দাম লিটারে ৩ টাকা কমায় বাস ভাড়া কিলোমিটারে ৩ পয়সা কমিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। ফলে ঢাকা থেকে সর্বোচ্চ দূরত্বের জেলা পঞ্চগড় রুটে বাস ভাড়া কমেছে ১৩ টাকা ৩২ পয়সা এবং ঢাকা থেকে সবচেয়ে কাছের জেলা মুন্সীগঞ্জ রুটে বাস ভাড়া কমেছে ৮১ পয়সা।
গত ৩১ মার্চ সর্বশেষ ডিজেলের দাম লিটারে কমানো হয়েছে ২ টাকা ২৫ পয়সা। এর আগে ৮ মার্চ ডিজেলের দাম কমে ৭৫ পয়সা। দুই দফায় ৩ টাকা কমায় গতকাল ১ এপ্রিল বাসের ভাড়া কমায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। ফলে ঢাকা-চট্টগ্রাম মহানগরী রুটে চলাচল করা ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া এবং আন্তঃজেলা ও দূরপাল্লা রুটে চলাচল করা ডিজেলচালিত বাসের ভাড়া কমে কিলোমিটার প্রতি ৩ পয়সা। সেই হিসাবে আন্তঃজেলা ও দূরপাল্লা রুটে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১৫ পয়সার জায়গায় কমে ২ টাকা ১২ পয়সা করা হয়।