![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2024-04%2F0c896c5d-b6d8-4a6f-a460-07d62d258876%2Fbangabazar_eid_010424_1.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
ঈদ মৌসুমেও বঙ্গবাজার ‘ঘুমিয়ে’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৪, ১০:০৫
আগুনের ছাই হওয়া বঙ্গবাজারে সুদিন ফিরছে না। বহুতল মার্কেট নির্মাণের আগে অস্থায়ী দোকানে এবার ঈদ কেনাকাটা জমেনি।ঈদের দেড় সপ্তাহেরও কম সময় বাকি থাকতেও আশানুরূপ ক্রেতার দেখা পাচ্ছেন না ব্যবসায়ীরা। অথচ আশা ছিল শবে বরাতের পর থেকেই ব্যস্ত সময় পার করবেন তারা।
সোমবার বঙ্গবাজার মার্কেট ঘুরে দেখা যায়, দুপুরে ক্রেতাশূন্য ছিল মার্কেট। তাই অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা। কেউ কেউ দোকানেই ঘুমাচ্ছিলেন, কেউ মোবাইলে গেমস খেলছিলেন। বাকিদের বসে আড্ডা দিতে দেখা যায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ঈদ
- ঈদ শপিং
- ঈদের কেনাকাটা