![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-04%252F2b747843-95df-4c06-8903-b13816219dcf%252FUntitled_5.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
কানপাকা রোগে করণীয়
প্রথম আলো
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৪, ১১:৩৮
কানপাকা আমাদের কাছে পরিচিত একটি রোগ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এ রোগ বেশি দেখা যায়। আবার শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের মধ্যে রোগটি বেশি দেখা যায়।
কানের তিনটি অংশ—বহিঃকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ। কান দিয়ে যদি পুঁজ বা পানি পড়ে, তবে বুঝতে হবে এটি মধ্যকর্ণের রোগ। সাধারণ মানুষ একেই কানপাকা রোগ বলে।