কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাত জেগে বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন মমতা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৪, ১১:২৪

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা। এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কালবৈশাখীর আঘাতে গাছপালা এবং বাড়ি-ঘর ভেঙে পড়েছে। এছাড়া আহত হয়েছে আরও শতাধিক মানুষ।


এদিকে রাত জেগে জলপাইগুড়ির পরিস্থিতি ঘুরে দেখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন তিনি। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও কথা বলেন। জলপাইগুড়ি, ময়নাগুড়ির যে যে এলাকা রোববারের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব জায়গায় রাতেই গিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্ষয়ক্ষতির পরিমাণ নিজে খতিয়ে দেখেছেন এবং পরিস্থিতি তদারকি করেছেন। সবকিছু শেষ করে যখন তিনি হোটেলে ফিরেছেন তখন রাত আড়াইটা বাজে। তিনি মালবাজারের চালসার একটি হোটেলে আছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও