রাজনৈতিক প্রভাবমুক্ত রাজাকারের তালিকা তৈরি হোক
রাজাকারের তালিকা তৈরি নিয়ে সরকার যে জটিলতার মধ্যে পড়েছে, তা সংবাদপত্রের পাতায় চোখ বুলালেই বোঝা যায়। গত কয়েক দিনে পত্রপত্রিকায় এ নিয়ে প্রচুর শিরোনাম হয়েছে। ‘আর হচ্ছে না রাজাকারের তালিকা’, ‘রাজাকারের তালিকা প্রণয়ন অনিশ্চিত’, ‘রাজাকারের তালিকা করতে এগোনোর সাহস পাচ্ছে না জামুকা’, ‘রাজনীতির ঘেরাটোপে রাজাকারের তালিকা’ ইত্যাদি। রাজাকারের তালিকা তৈরি নিয়ে বেশ কয়েক বছর ধরেই এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ তালিকা প্রণয়ন নিয়ে হইচইও কম হয়নি।
২০১৯ সালের ডিসেম্বরে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তাড়াহুড়ো করে যে তালিকা প্রকাশ করেছিল, তা সবাইকে হতবাক করে দিয়েছিল। সে তালিকায় মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করায় এক লজ্জাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ক্ষমা চেয়ে তালিকাটি দ্রুত ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলেছিলেন এবং নতুন একটি তালিকা তৈরি করবেন বলে জানিয়েছিলেন।