ঈদযাত্রা শুরুর আগেই ট্রেনে ভিড়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪, ২৩:০১
ঈদের দেড় সপ্তাহ বাকি থাকতেই ঢাকার কমলাপুর স্টেশনে ট্রেন যাত্রীদের ভিড় বেড়েছে। ঈদের আগাম টিকেট জোগাড় করতে না পেরে আগেভাগেই বাড়ি যাচ্ছেন তারা।
গত ২৪ মার্চ থেকে এবার ঈদযাত্রার টিকেট বিক্রি শুরু হয়। প্রথম দিন দেওয়া হয় ৩ মার্চের টিকেট। রোজার শুরু থেকে ট্রেনের টিকেট সহজলভ্য হলেও গেলেও সেদিন থেকে ব্যাপক চাহিদা তৈরি হয়।
এবার কোটা ছাড়া বাকি সব টিকেট অনলাইনে ছাড়া হয়। সকাল আটটায় পশ্চিমাঞ্চলে এবং বেলা ২টায় পূর্বাঞ্চলের টিকেট বিক্রি শুরু হয়। প্রথম দিনে কিছু টিকেট কয়েক ঘণ্টা থাকলেও এরপর থেকে দুই মিনিটের মধ্যেই সব টিকেট বিক্রি হয়ে যায়।
ঈদযাত্রায় ভিড় বেশি, টিকেটের সংকট, এই বাস্তবতায় এর আগের দিনগুলোর টিকেট কেটে নেন অনেকে। তারা এখন বরং তুলনামূলক ঝঞ্ঝামুক্ত পরিবেশেই ফিরতে পারছেন। পথে বাড়তি খরচও এখন কম। ঈদযাত্রায় যে সময় বিপর্যয় দেখা দেয়, সেটিও এখন নেই।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৭ মাস, ৩ সপ্তাহ আগে
৭ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে