কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঈদের আগে ৫-৭ এপ্রিল শিল্প এলাকায় ব্যাংক খোলা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪, ২০:০১

ঈদের আগে ৫ ও ৬ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) এবং ৭ এপ্রিল (রোববার) সরকারি ছুটির দিন ঢাকা মহানগরী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের পোশাক শিল্প অধ্যুষিত এলাকায় সব ব্যাংক খোলা থাকবে।


বাংলাদেশ ব্যাংক রোববার সার্কুলার দিয়ে বলেছে, প্রয়োজনীয় লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে এই তিন দিন।


কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, “ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে সকল তফসিলি ব্যাংকের পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলোয় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী ৫, ৬ ও ৭ এপ্রিল সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন সীমিত পরিসরে খোলা থাকবে।”


এই তিন দিনের জন্য ব্যাংকিং ও লেনদেন সময়ও নির্ধারণ করে দিয়ে কেন্দ্রীয় ব্যাংক। ৫ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন চলবে। দাপ্তরিক প্রয়োজনে ব্যাংক খোলা থাকবে বেলা ৩টা পর্যন্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও