টিকটকের মতো ভার্টিকাল ভিডিও’র ফিড পরীক্ষা করছে লিংকডইন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪, ১৯:৫৬

টিকটকের মতো ভার্টিকাল ভিডিও’র নতুন একটি ফিড পরীক্ষা করে দেখছে লিংকডইন। ভার্টিকাল বলে এই ভিডিওগুলো স্মার্টফোনের গোটা পর্দাজুড়ে দেখা যায়।


এখনও ফিচারটির প্রকাশ্য ঘোষণা না এলেও সাম্প্রতিক দিনগুলোয় বিষয়টি চিহ্নিত করেছেন ব্যবহারকারীরা। আর প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চকেও এ পরীক্ষার কথা নিশ্চিত করেছে কোম্পানিটি।


ইনস্টাগ্রামের কর্মী জেনি ইশিংড্রেলোর শেয়ার করা স্ক্রিনশট ও লিংকডইনে ‘ইনফ্লুয়েন্সার মার্কেটিং এক্সিকিউটিভ’ অস্টিন নালের পোস্ট করা এক ভিডিও অনুসারে, লিংকডইন অ্যাপের আলাদা এক ‘ভিডিও’ ট্যাবে দেখা যাবে নতুন এই ফিড, যেখানে খাড়াভাবে স্ক্রল করার মাধ্যমে বিভিন্ন ক্লিপ দেখার সুযোগ পাবেন ব্যবহারকারীরা, অনেকটা টিকটক বা ইনস্টাগ্রাম রিলস-এর মতোই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও